সিলেট জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল খালিক

বার সিলেট জেলা (মাদরাসা) পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ চান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার।

সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের চুড়ান্ত তালিকায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচনে মোহাম্মদ আব্দুল খালিক তাপাদারকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়।

সিলেট জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ সোমবার(২২ মে) স্বাক্ষরিত পত্রে বিশ্বনাথ উপজেলার হযরত শাহ চান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার-কে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করে অবগত করেন।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক আব্দুল খালিক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রশাসনের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, আব্দুল খালিক তাপাদার বিশ্বনাথ উপজেলার মাদরাসা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি