সিলেট চেম্বার ও রংপুর চেম্বারের প্রতিনিধিদলের ভারত যাত্রা

ভারতের আসামের গোহাটিতে অনুষ্ঠিতব্য ২য় নর্থ-ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিট-এ যোগ দিতে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে ২৬ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল বুধবার (২৭ জুলাই) সকালে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও ভারত সরকারের সহযোগিতায় সম্মেলনটি বৃহস্পতিবার (২৮ জুলাই) গোহাটিতে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের পূর্বে প্রতিনিধিদল বুধবার সন্ধ্যায় গোহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাহ্ মো. তানভির মনসুরের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে।

সম্মেলনে ভারত, বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, লাওস ও ভুটানের আমদানি-রপ্তানিকারক ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যোগদান করবেন। সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসামের মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন ভারত সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং।

এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. আমিন হেলালীর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআই’র পরিচালক আবু মোতালেব, সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু, এফবিসিসিআই’র প্রতিনিধি মো. নিয়াজ আলী চিশতি, মোহাম্মদ আওলাদ হোসেন রাজিব, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সেলিম, সৈয়দ মো. আতিকুল হাসান, মো. আব্দুল ওয়াহেদ তমাল, সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, মুশফিক জায়গীরদার, মুজিবুর রহমান মিন্টু, সরোয়ার হোসেন ছেদু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, রংপুর চেম্বারের পরিচালক আবু হেনা মো. রেজওয়ানুল করিম, সদস্য মো. শায়েদ পারভেজ, মোহাম্মদ আজিজুল হক, সুমন রায় ও সিলেট চেম্বারের সদস্য মো. জাকির হোসেন, এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম রাফি প্রমুখ।