সিলেট চেম্বারের সদস্যপদ নবায়ন শুরু

গত ১ জুলাই থেকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২২-২০২৩ সাল মেয়াদের সদস্যপদ নবায়ন শুরু হয়েছে। সম্মানিত সকল শ্রেণির সদস্যবৃন্দকে নিম্নোক্ত কাগজপত্র জমা দিয়ে সদস্যপদ নবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

– হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি। (প্রতিষ্ঠানের সীল মোহর ও মালিকের স্বাক্ষর থাকবে)
– হালনাগাদ আয়কর সনদপত্র/আয়কর পরিশোধের রশিদ এর ফটোকপি। (সংশ্লিষ্ট অফিস থেকে সত্যায়িত ও মালিকের স্বাক্ষর থাকবে)
– পাসপোর্ট সাইজ ছবি ২ কপি। (৩ মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়)
– অর্ডিনারি নবায়ন ফি ১,৪০০/- টাকা ও এসোসিয়েট নবায়ন ফি ১,০০০/- টাকা।
– প্রতিষ্ঠানের সাইন বোর্ডের ছবি (যদি দোকান হয়)।
– আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
– ঠিকাদারী/আমদানি/রপ্তানিকারক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইআরসি/ইআরসি সার্টিফিকেট/ঠিকাদারী লাইসেন্সের ফটোকপি দাখিল করতে হবে।
– লিমিটেড কোম্পানী বা অংশিদারী মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিনিধি পরিবর্তন করা হলে প্রতিনিধির পাসপোর্ট সাইজ ছবি ২ কপিসহ প্রতিষ্ঠানের প্যাডে প্রতিনিধি মনোনয়নের সিদ্ধান্তের কপি।
– প্রতিষ্ঠানের স্থান পরিবর্তনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের সংশোধনী কপিসহ আবেদনপত্র থাকতে হবে।
– প্রদানকৃত কাগজপত্র ও দোকানের ঠিকানা যাচাইক্রমে সঠিক পাওয়া না গেলে আবেদনপত্র ও ফি বাতিল বলে গণ্য হবে।