সিলেট চেম্বারের রপ্তানি সাব-কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র রপ্তানি সাব-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চেম্বার কনফারেন্স হলে ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের রপ্তানি সাব-কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের পরিচালক ও রপ্তানি সাব-কমিটির ডাইরেক্টর ইনচার্জ মো. হিজকিল গুলজার। সভায় সিলেটের রপ্তানি খাতের উন্নয়ন ও এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে আলোচনা হয়।

সভায় বক্তাগণ সিলেট থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাজা শাক-সবজি রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ, বিমানের ভাড়া হ্রাসকরণ, সিলেটের স্থল শুল্ক স্টেশনসমূহে বিরাজমান সমস্যাবলী নিরসনসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, রপ্তানি সাব-কমিটির সদস্য আব্দুল মুন্তাকিন, মো. মোস্তাফিজুর রহমান, মঞ্জুর আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. আবুল কালাম, মিসবাহ উদ্দিন টিপু, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।