আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রনীত অভিন্ন নীতিমালা প্রতিহত, নবম-পে স্কেল প্রদান এবং পে-স্কেল ঘোষণার পূর্ব পর্যন্ত ৫০% মহার্ঘ ভাতার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাধারণ সম্পাদক অরুন লামার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, সিকৃবি কর্মচারী পরিষদের সভাপতি মো. শাহ আলম সুরুক, সহ-সভাপতি মো. আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম-সম্পাদক মুস্তাফিজুর রহমান নিরু, আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের উপদেষ্টা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ইউজিসিড় যে নীতিমালা প্রকাশিত হবে সেটি প্রহসনমূলক। এটি কর্মচারীদের জন্য বিপদ বয়ে নিয়ে আসবে।
মানববন্ধন থেকে ইউজিসিকে কর্মচারীবান্ধব নীতিমালা করার ব্যাপারে অনুরোধ জানানো হয়।