সিলেট-কক্সবাজার রুটে ট্রেন সেবা চালুর দাবিতে মানববন্ধন

সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সেবা চালুর দাবিতে মানববন্ধন করেছে সিলেটবাসী। রোববার (১৯ মে) বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট এবং কক্সবাজার দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জেলা। সিলেটের মানুষজনও ভ্রমণ প্রিয়। কিন্তু সিলেট থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন সেবা না থাকার ফলে সিলেটের মানুষজন কক্সবাজার যেতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। স্বল্প খরচে কক্সবাজার যেতে সিলেট-কক্সবাজার রুটে ট্রেন সার্ভিসের কোনো বিকল্প নেই। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়নপূর্বক কাঙ্ক্ষিত ট্রেন সেবা চালু হলে  সিলেট এবং কক্সবাজারের পর্যটন আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আরও বলেন, সিলেটের রেল যোগাযোগ সেক্টর বরাবরই অবহেলিত। তাই এ ব্যাপারে সংসদ সদস্যদের সোচ্চার হতে হবে। সিলেটের জনগণের এই দাবী সংসদে উত্থাপন করতে হবে। তাহলে ভ্রমনপিপাসু মানুষদের নিরাপদ যাত্রা নিশ্চিত হবে।

মানববন্ধনের সমন্বয়কারীরা জানান, শুধু মানববন্ধনই নয়, সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালু না হওয়া পর্যন্ত তারা সিলেটবাসীকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

গনমাধ্যমকর্মী নাবিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী সিলেট জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি সজল ছত্রী, ভূমিসন্তান বাংলাদেশের সমন্নয়ক আশরাফুল কবির, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, পরিবেশকর্মী শাহ সিকান্দর শাকির, সমাজকর্মী কয়েস আহমদ সাগর, সংস্কৃতি কর্মী জয়ন্ত কুমার দাস প্রমুখ।