দুই কার্গো ট্রাক ভর্তি ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ চার চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদপুর বাইপাসের মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭৩৫ বস্তা চিনি, যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা, এবং পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কার্গো ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ট্রাক ড্রাইভার রাজশাহীর নৌহাটার দুয়ারি গ্রামের মো. স্বপন ইসলাম (৩২), ট্রাকের হেলপার একই এলাকার মোঃ শাহজাহান (২৭), অপর ট্রাক ড্রাইভার পাবনার সুজানগরের মোবারকপুর গ্রামের মো. এরশাদ শেখ (৪০) ও হেলপার একই এলাকার মোঃ গিয়াস প্রামানিক (২০)।
চিনি চোরাচালানের এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর অধীনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।