আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসন সমঝোতার কারণে দিনভর আলোচনায় ছিলো সিলেট-৩ আসন। এই আসনে জাতীয় পার্টির সাথে সমঝোতায় নৌকার প্রার্থী প্রত্যাহারের গুঞ্জন ছিলো। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।
রবিবার (১৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন সিরাজসহ ৬ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।
সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও সিলেট-২ আসনে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনে মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের আলী আকবর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
একই সাথে মনোনয়ন প্রত্যাহার করেন সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার।
স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।
জাকের পার্টির অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন।
এদিকে, তৃণমূল বিএনপির প্রার্থীর অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।
তবে মনোনয়ন প্রত্যাহার করেননি সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
ঘোষিত তপশিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।