সিলেটে ৪.৫ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল গোলাপগঞ্জ

সিলেট ও এর আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। এর উৎপত্তিস্থল ছিল সিলেট সদরের পার্শ্ববর্তী উপজেলা গোলাপগঞ্জে।

এদিকে, ভূমিকম্পের কারণে সিলেটের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে ডাইকি ফল্টের কারণে সিলেট বরাবরই ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকা। ২০২১ সালের ৭ জুন এবং ৩০ ও ২১ মে সিলেটে মোট আটবার ভূকম্পন অনুভূত হয়।