সিলেট নগরী ও জেলায় মোট ২ হাজার ৯৯৯ টি ঈদগাহ, খোলা ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সিলেট নগরীর ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ময়দানে এবং জেলার ২ হাজার ৯৯টি মসজিদে এবং ৪৭০টি খোলা ময়দানে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের দেয়া তালিকা থেকে এ তথ্য জানা যায়।
সিলেট জেলার মধ্যে বিশ্বনাথ উপজেলায় ৪০টি খোলা ময়দান ও ৩৫৫টি মসজিদে, ওসমানীনগর উপজেলার ৯৫টি খোলা ময়দান ও ৬৮টি মসজিদে, বালাগঞ্জ উপজেলার ২২টি খোলা ময়দান ও ১৩০টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গোলাপগঞ্জ উপজেলায় ১৮টি খোলা ময়দানে ও ২১০টি মসজিদে,ফেঞ্চুগঞ্জ থানার ২২টি খোলা ময়দানে ও ১৩০টি মসজিদে, বিয়ানীবাজার উপজেলার ৭২টি ময়দানে ও ১৯২টি মসজিদে, জকিগঞ্জ উপজেলার ১০টি ময়দানে ও ৩৭৫টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কানাইঘাট উপজেলার ৬৭টি খোলা ময়দানে ও ২১৫টি মসজিদে, জৈন্তাপুর উপজেলার ২৮টি ময়দান ও ১০৯টি মসজিদে, গোয়াইনঘাট উপজেলার ৭১টি ময়দান ও ১৭৫টি মসজিদে এবং কোম্পানীগঞ্জ উপজেলার ২৫টি ময়দান ও ১৪০টি মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ।