সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশের ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল করতে হবে। তাদের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার করতেই তারুণ্যের সমাবেশের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, এই সমাবেশকে কেন্দ্র করে যুব ও ছাত্রসমাজের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশ সফল করতে তৃণমূল যুবদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সিলেট জেলার আওতাধীন সকল ইউনিট নেতৃবৃন্দকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বুধবার (৫ জুলাই) বিকেলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে নগরীর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ৯ জুলাই বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, আলী আহমদ আলম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, কানাইঘাট উপজেলা আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক বাহারুল আলম বাহার, বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক আব্দুল করিম তাজুল, গোলাপগঞ্জ পৌর আহ্বায়ক এনামুল হক এনাম, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক সামছুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুুদু, কানাইঘাট পৌর আহ্বায়ক রুবেল আহমদ, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আইনুল হক, জৈন্তাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, কানাইঘাট পৌর যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না, বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন ও বিশ্বনাথ পৌর যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে স্ব স্ব উপজেলা থেকে যুবসমাজকে সমাবেশে যোগদান করতে উদ্ধুদ্ধ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।