সিলেট-তামাবিল সড়কের মুরাদপুর এলাকা থেকে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চিনি চোরাচালানীর সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল এই চিনির চালান জব্দ করে। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা।
এ ঘটনায় আটক দুজন হলো, নওগাঁর মান্দা উপজেলাধীন কেশবপুর গ্রামের নূর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫)।
এসময় চোরাচালান পণ্য পরিবহনের দায়ে একটি কার্গো ট্রাক (রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট- ২৪-৭৩৬৮) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।