সিলেটে ১৪ জনের করোনা, হাসপাতালে ২১ জন

গত ২৪ ঘন্টায় সিলেটে ১৪ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা টেস্ট করা হয়েছিল ১০৬ জনের। শতকরার হিসেবে যা প্রায় ১২-১৩ % বলা যায়। সিলেটের সহকারী সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সিলেট ভয়েসকে এই তথ্য জানিয়েছেন।

ডা. জন্মেজয় দত্ত সিলেট ভয়েসকে জানিয়েছেন, সব মিলিয়ে বলতে গেলে বলা যায়, প্রচুর জ্বর, সর্দি-কাশির রোগী আসছে। যদিও এই সময়টাতে ফ্লু এর সিজন, সেহেতু ফ্লু এর চিকিৎসায় দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু কোভিডেরও একটা ওয়েভ চলছে সেহেতু যাদের মধ্যে একটু বিভিন্ন রকম রিক্স ফেক্টর আছে বা একটু বয়স্ক তাদেরকে আমরা কোভিড টেস্ট করার পরামর্শ দিচ্ছি।

তিনি জানান, কোভিডের সংখ্যাটাও কিন্তু এখন বেশ এলার্মিং বলবো। গত ২৪ ঘন্টায় ১০৬ জন টেস্ট করেছিল। যাদের মধ্যে ১৪ জন পজিটিভ আসছে। যা প্রায় ১২-১৩ % কোভিড। এই মুহুর্তে কোভিডের সিমটম নিয়ে আমাদের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১ জন রোগী। তাদের মেডিকেল এটেনশন বেশি দরকার বলেই আমরা তাদেরকে হাসপাতালে ভর্তি করে রাখছি।