সিলেটে হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগে ৫ মামলা, আসামি ৫৩৯

সিলেটে রবিবার (২৯ অক্টোবর) বিএনপি নেতৃতাধীন বিরোধী জোটের হরতাল চলাকালে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধের ঘটনায় সিলেট মেট্রাপলিটনের চার থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে সিলেট এয়ারপোর্ট থানায় একটি, জালালাবাদ থানায় একটি, দক্ষিণ সুরমা থানা একটি ও কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়। যার মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ। অপর দুইটি মামলা করেছেন ভুক্তভোগী দুই ব্যক্তি।

এসব মামলায় ৬৯ জন এজাহারনামীয় আসামির পাশাপাশি আরও অন্তত ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরমধ্যে রবিবার নগরীর বিভিন্ন স্থান থেকে আটক আট বিএনপি নেতাকর্মীকে কোতোয়ালী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম জানান, পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলায় ৫৩৯ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।