বাংলাদেশ গ্রাম থিয়েটার এর স্বপ্নদ্রষ্টা, বাংলা নাটকের অন্যতম প্রবাদ পুরুষ, নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ১৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার, সিলেট।
এ উপলক্ষ্যে রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির নিজস্ব নাট্যরীতির সুসংহত আধুনিক পরিকাঠামো ও শিল্পতত্বের অন্যতম রুপকার নাট্যাচার্য সেলিম আল দীন। ৫৯ বছরের আয়ুষ্কালে ক্ষণজন্মা এই ব্যক্তিত্বের অমূল্য কীর্তিকে অনুশীলন ও বিকশিত করা সময়ের দাবি। বাংলা নাটককে বিশ্ব সংস্কৃতির সাথে এগিয়ে নিতে সেলিম আল দীন চর্চায় গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়কারী রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, নাট্য নির্দেশক রতন দেব, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ সেলিম আল দীন স্মরণে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রদীপ প্রজ্বলন শেষে সেলিম আল দীন নাটক থেকে পাঠ করেন, বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বিশিষ্ট বাচিক শিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোকাদ্দেস বাবুল এবং বিশিষ্ট পুঁথি শিল্পী খোকন ফকির।
পরে প্রয়াতের স্মৃতির প্রতি দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।