সিলেটে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের একটি অভিজাত কনভেনশন সেন্টারে হয়ে গেলো স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩। ঢাকা ব্যাংকের উদ্যোগে সিলেট জেলার ৫০ টি তফসিলি ব্যাংকের সার্বিক সহযোগিতায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় পায়রা ও বেলুন উড়িয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম।

ওয়ান ব্যাংক কর্মকর্তা সুকান্ত গুপ্ত এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপস্থাপক রোহেনা দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল মহসিন ও সিলেট জেলার শিক্ষা অফিসার আবু সৈয়দ মোঃ আব্দুল ওয়াদুদ।

সম্মেলনে জেলার ৫০টি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে উৎসাহিত করা এবং তাদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা। সম্মেলনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সাংস্কৃতিক পর্বে নৃত্যশৈলির পরিবেশনায়, নীলাঞ্জনা জুই এর নির্দেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যগাঁথা সুন্দরী শ্রীভূমি। একক সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী পল্লবী দাশ মৌ, প্রদীপ মল্লিক এবং তন্বী দেব।

সম্মেলনে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান ও ঢাকা ব্যাংক লিমিটেডের হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ সাইফুর রহমানসহ ২০০ অধিক ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।