সিলেটে সীসার বিষক্রিয়া প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

সিলেটে সীসা বিষক্রিয়া এবং এর প্রতিরোধে ক্লিনিকাল ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিস সিলেটের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. মাজহারুল ইসলাম।

সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া, সহকারী সিভিল সার্জন জন্মেজয় দত্তসহ অন্যান্য আলোচকবৃন্দ।

ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সাতটি সেশনে আলাদা বিষয়ভিত্তিক এ কর্মশালায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় অর্ধশত চিকিৎসক।

এসময় আলোচকবৃন্দ সীসার দূষণ থেকে শিশুদের মূক্ত রাখতে উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ দেন।

তারা বলেন, সীসার দূষণ শিশু থেকে শুরু করে সকলের জন্য চরম হুমকি। বাতাস থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে সীসার উপস্থিতি রয়েছে। সীসার অতিমাত্রায় দূষণ মানুষের প্রাণহানিও হতে পারে।

সীসার দূষণ প্রতিরোধে করণীয় কি তা চিকিৎসকদের মাধ্যমে জানা ও জানানোর জন্যই তাদের আয়োজন। এ ধরণের কর্মসূচি দেশের মাঠপর্যায়ে আয়োজন জরুরী বলে জানান বক্তারা।