সিলেটে সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। অনেকগুলো আক্রমণ করলেও ফিনিশিং টানতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামীকাল মঙ্গলবার (২৮ মার্চ) তাদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবেন জামাল ভূইয়ারা। দ্বিতীয় ওই ম্যাচেও জয়ের চিন্তা নিয়ে নামার কথা বলেছেন ডেনমার্ক প্রবাসী জাতীয় দলের অধিনায়ক জামাল।
তবে অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, সিশেলস শারীরিকভাবে শক্তিশালী এবং তারা শারীরিক ফুটবলে পারদর্শী।
আজ সোমবার (২৭ মার্চ) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, আমরা একই এপ্রোচ নিয়ে মাঠে নামবো। আমরা জয়ের জন্য খেলি। ফুটবলে সকল দলই জয়ের জন্য খেলে। আমরাও ম্যাচটা জিততে চাইবো। সকলেই জিততে চাই। ওরাও শক্তিশালী দল এবং জয়ের জন্য খেলবে।
সিশেলসের ফুটবলের ধরণ সম্পর্কে জামাল বলেন, ওরা ফিজিক্যাল ফুটবল খেলে। ইস্ট আফ্রিকার দেশ, ফিজিক্যালি ওরা শক্তিশালী। আমরা নিজেদের শক্তির জায়গা অনুযায়ী খেলবো।