কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সম্মিলিত রাইডার্স গ্রুপ এর উদ্যোগে রাইড শেয়ারিং পরিসেবাকে শ্রমিক ও যাত্রীবান্ধব করার উদ্দেশে উবারের নতুন ইংরেজি চুক্তিনামার বিরুদ্ধে ১৫ দফা দাবিতে ২৪ ঘণ্টা স্বেচ্ছায় কর্মবিরতি পালন ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাইমিন আহমদের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুল হাসিব ফরাজী ও সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সিলেট কোথায় যাবেন রাইড শেয়ারিং গ্রুপের সহ-সভাপতি সৈয়দ শাইদ হোসেন সাবু, ডে নাইট রাইড শেয়ারিং ক্লাবের সভাপতি নজির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মো. শাহজাহান, রাইডার্স ক্লাবের সভাপতি মো. গোলাম রহমান শিপু, সাধারণ সম্পাদক শেখ দ্বিয়াউল হক রেজা, সুরমা রাইডার্স ক্লাবের সভাপতি মো. জাহেদ আহমদ, সিলেট কোথায় যাবেন রাইড শেয়ারিং গ্রুপের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম রায়হান, এসকেআরজি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা প্রমুখ।