সিলেটে সব নদীর পানি বিপৎসীমার উপরে, বন্যা পরিস্থিতির অবনতি

ফাইল ছবি

সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।  উজানের ঢলে বেড়েছে সবকটি নদীর পানি। এতে করে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। তবে টানা বৃষ্টি না হওয়ায় সিলেট নগরী থেকে নেমেছে জলাবদ্ধতা। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ১২ ঘণ্টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়েছে ৪৩ সেন্টিমিটার। এতে বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নগরীর নদী তীরবর্তী এলাকায় পানি প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। 

এদিকে কুশিয়ারা, সারি, গোয়াইনসহ সবকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। এছাড়া আজ সকাল ৬ টা থেকে ৯ টা ৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার।