সিলেটে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মকসুদের মৃত্যু : বিপিজেএ’র শোক

সিলেটে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদ নিহত হন। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি বাসসের সিলেট ব্যুারো প্রধান ছিলেন। নিহতের ছোট জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিপিজেএ নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকতার অঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কলম সৈনিক ছিলেন মকসুদ আহমদ। তার মৃত্যুতে আমারা গভীর শোকাহত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার (২৩ এপ্রিল) বাদ জুম্মা ২.৩০ মিনিটের সময় মইয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

-বিজ্ঞপ্তি