সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে নিহত পরিবার ও আহত পরিবারদের মাঝে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়ের পক্ষ থেকে ৩৫ লাখ বিতরণ করেছে ।
শুক্রবার (৯ জুন) দুপুর ১২টা থেকে নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখে নিহত ১৫ পরিবারকে ২ লাখ টাকা করে ও আহত ১৩ পরিবারে মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়।
চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়ের যুগ্ম সচিব শ্রমিক কল্যান ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, কল কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশনে অধিদপ্তরের শ্রম পরির্দশক মাহবুবুল আলম, মো. কাউছার আলী মির, ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার সোহেল আহমদ, জীবন দাস।
এর আগে বুধবার (০৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১১জন মারা যান।
খবর পেয়ে ফায়ারসার্ভিস ও দক্ষিণসুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে পর্যায়ক্রমে আরও ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ১৪ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, আহত এবং নিহত সবাই নির্মাণ শ্রমিক। তাদের বেশিরভাগেরই বাড়ি সুনামগঞ্জের দিরাই সহ বিভিন্ন উপজেলায়।