সিলেটে শ্রুতি’র পিঠা উৎসব ২০ জানুয়ারি

হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়নের শুরু থেকে। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।

প্রতিবারের মতো এবারও শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ১৪২৯ বাংলা। আগামী ২০ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। থাকবে অর্ধশতাধিক পিঠার স্টল।

দিনব্যাপী আয়োজনের পিঠা প্রতিযোগিতায় স্টল বরাদ্দের ফরম সমবায় মার্কেটস্থ নিউনেশন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এছাড়া যেকোনো তথ্যের জন্য ০১৭৩৫০২৪২০৫ ও ০১৭১৭৬৭৪৩১০ নম্বরে যোগাযোগ করা যাবে।