সিলেটে অনুষ্ঠিত হচ্ছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।
এবারের আসরে সিলেটের ১৩টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রায় ১৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতিটি উপজেলা থেকে ৩২টি ইভেন্টে ৯৬ জন করে প্রতিযোগী রয়েছে। এখান থেকে ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।