ঐতিহাসিক ৭ই মার্চ দিবস বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ্বদরবারে সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জেলা শিল্পকলা সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী।
মঙ্গলবার (৭ই মার্চ) বিকাল সাড়ে ৪টায় উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল।
বঙ্গবন্ধুর কর্মময় বর্ণাঢ্য জীবনের ৮০টি আলোচিত্র নিয়ে আয়োজিত প্রদশর্নীটি চলবে ৯ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত।