সিলেটে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল।
শনিবার (২১ জানুয়ারি) সিসিকের নবগঠিত ৩৩ নম্বর ওয়ার্ডের শাহপরাণ এলাকার ভাওয়ালটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় শীতার্তদের উদ্দেশে এটিএমএ হাসান জেবুল বলেন, ‘জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটি দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন স্থানে চিকিৎসাক্ষেত্রে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগে অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকেও কাজ করছে। সকলের সহযোগিতা পেলে এ ধরণের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘এই এলাকার মানুষের সাথে আমার দীর্ঘদিনের হৃদ্যতা রয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সুখে-দুঃখে সবসময় সকলের পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আমি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তবে আমার এ ধরণের কাজের সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। এই এলাকার মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সিসিকের নতুন ওয়ার্ডে সম্পৃক্ত হওয়ায় আমার দায়িত্ব আরও বেড়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ আজাদ, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিটুন দত্ত, যুবলীগ নেতা ফারুক আহমদ মনি, সিলেট মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুইট পাল সুইট, মহানগর তাঁতী লীগের অর্থ সম্পাদক সুবাশ দাশ, আলমাছ হাছান আহমদ ও ছাত্রলীগ নেতা রাহুল তালুকদার।
এছাড়া স্থানীয় ইউপি সদস্য সাজেদা বেগম, দেলোয়ার হোসেন নাদিম, সাদেক আলীসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।