যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদযাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরপর সকাল সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, ছন্দনৃত্যালয়, বিভাগীয় শিশু সংগীত ও নৃত্যদল।
এছাড়া প্রফেসর শামীমা চৌধুরী একক আবৃত্তি ও জয়িতা তালুকদার সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে আত্মজীবনীমূলক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের প্রথমদিককার উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে।