সিলেটের সাগরদীঘির পাড় এলাকায় ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সহযোগিতায় ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গেপ্তার করে (র্যাব)-৯ এর একটি টিম।
গেপ্তারকৃতরা হলেন, সিলেট নগরীর বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল জানান, এই খুনের ঘটনার পর থেকে খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব-১ এর সহযোগিতায় র্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গেপ্তার করে।
আসামীদের সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে জানিয়ে র্যাব-৯ এর এই কর্মকর্তা বলেন,মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।