সিলেটে র্যাবের অভিযানে ৪৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সিপিএসসি সিলেট ) এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখালনামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৪৩৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ থানার নোয়াগাঁও শিমুলতলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মোঃ কাইয়ুম মিয়া (২০) এবং একই থানার ডাকাতের বাড়ী এলাকার মোঃ আমজাদ আলীর ছেলে রাজু মিয়া (১৬)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।