গত তিনদিন ধরেই সিলেটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। টানা তিনদিন চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে শনিবার (২৫ মে) চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট। আজ বিকাল ৩টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার সিলেটে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৭.৭ ডিগ্রিতে, যা ছিল মৌসুমের সর্বোচ্চ। এরআগে বৃহস্পতিবার দুপুরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; সেটিও ছিল মৌসুমের সর্বোচ্চ।
এর আগে গত ১৬ মে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তখন সেটিই ছিল মৌসুমের সর্বোচ্চ। এরপর থেকেই ধারাবিহকভাবে বেড়ে চলছে তাপমাত্রা।
এদিকে গত তিন চারদিন ধরে টানা গরমে হাঁসফাঁস করছেন নগরবাসী। খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে। শ্রমজীবী মানুষ প্রখর রোদ মাথায় নিয়েও কাজ করছেন।
উল্লেখ্য, সিলেটে গেল ২ সপ্তাহ চলমান তাপপ্রবাহের মাঝখানে গত সোমবার বৃষ্টি হয়েছিল। এর পর থেকে বেড়ে যায় তাপমাত্রার পারদ। ফলে অসহনীয় দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী।