সিলেটে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চা শ্রমিকদের অভিযান

চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে ‘প্রতীকী মুল্লুকে চলো’ অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ মে) চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে দুপুর আড়াইটায় মালনীছড়া চা বাগান থেকে যাত্রা করে শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হবে।

সমাবেশে আলোচনা রাখবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ, কবি ও সাংবাদিক সজল ছত্রী। এছাড়াও বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে বক্তব্য রাখবেন।

‘প্রতীকী মুল্লুকে চলো’ অভিযান সফল করতে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক সঞ্জয় কান্ত দাস ও অধীর বাউরী সকলকে আহ্বান জানিয়েছেন।

সিলেট ভয়েস/এএইচএম