সিলেটে রওশন এরশাদের ত্রাণ বিতরণ

ভয়াবহ বন্যার কবলে পড়া সিলেটের মানুষদের মধ্যে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। এবারের বন্যার শুরু থেকে সিলেট সদর, জৈন্তাপুর, কানাইঘাট সহ জেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম চালানো হয়।

সিলেটের ত্রাণ বিতরণ কার্যক্রমের টিম লিডার ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম বৃহস্পতিবার (২৩ জুন) জৈন্তাপুর এলাকায় ত্রাণ বিতরনকালে জানিয়েছেন- প্রতিদিনই সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষদের কাছে শুকনো খাবার সহ নানা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চিকনাগুল বাজার কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুবনেতা সাইফুল্লাহ, মুহিবুর রহমান। এর আগে কানাইঘাটের সাতবাক ইউনিয়নে চাল ডাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির সহ সভাপতি ইউপি সদস্য কামরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।