সিলেটে যাত্রা শুরু করলো প্রিন্টিং ও ক্রিয়েটিভ এডফার্ম পিজি সাইন। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে নগরের মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ীতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর সভাপতি তাহমিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইমজা’র সহ-সভাপতি সজল ছত্রী, সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার প্রত্যুষ তালুকদার, টিভি চ্যানেল নিউজ ২৪ এর ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, সিলেট টুডে’র স্টাফ রিপোর্টার দেবকল্যান ধর বাপন, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাধব কর্মকার, যমুনা নিউজের স্টাফ রিপোর্টার নাবিল হোসেন, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবী মামুন রহমান, স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব বিশলয় দাশ, বুদ্ধদেব দাসসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
পিজি সাইনের পরিচালক নন্দলাল গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজি সাইনের জ্যেষ্ঠ পরিচালক চন্দন ঘোষ।
এসময় বক্তারা বলেন, করোনা পরবর্তী দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নতুন নতুন উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পিসি সাইন মানসম্মত প্রিন্টিং ও ক্রিয়েটিভ এডফার্ম হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।