সিলেটে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১৩১ জন। সোমবার রাতে সকল প্রক্রিয়া শেষে তাদেরকে চূড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১১১ জন পুরুষ, ২০ জন নারী।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ‘যোগ্যতা যার চাকরি তার’ এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অনলাইনের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে প্রথমে ৩ হাজার ৯৫৭ জনকে বাছাই করা হয়। তাদেরকে শারীরিক সক্ষমতা প্রমাণে ‘ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টের’ জন্য উপস্থিত থাকতে বলা হয়। তন্মধ্যে ২ হাজার ৫১২ জন উপস্থিত হন।
গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি তিনদিন সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। প্রক্রিয়া শেষে ৮০১ জনকে শারিরীকভাবে যোগ্য বলে বিবেচনা করা হয়। এসব প্রার্থী ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষায় বসেন। এর ফলাফল প্রকাশ করা হয় গতকাল সোমবার, যেখানে ২৬৬ জন উত্তীর্ণ হন।
নিয়োগ কমিটি গতকালই উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে। সাক্ষাৎকার শেষ ও ফলাফল প্রকাশ করতে প্রায় মধ্যরাত হয়ে যায়।
সিলেট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শূন্য পদের বিপরীতে ১৩১ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন, ‘সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’ নিয়োগপ্রাপ্তরা আগামীতে দেশসেবায় ও কর্মক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।