সিলেটে তাপপ্রবাহের মাঝেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় মৃদু তাপপ্রবাহের মাঝেও দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির
সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৫ মে) সন্ধ্যায় অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে প্রেরিত ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ চলতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসময় এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিগত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রী রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।