প্রায় ১৮ কোটি বাঙালির স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সেতু এখন আর স্বপ্ন নয়। পূর্ণাঙ্গরুপে বাস্তবতায় রুপ নিয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই পদ্মা সেতু আগামীকাল (২৫ জুন) সকাল ১০ টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সকাল সাড়ে ৯টা থেকে বড় পর্দায় প্রদর্শন করবে সিলেট মহানগর আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যাবেন তিনি। সেখানেও পদ্মা সেতুর নাম ফলক উন্মোচন করবেন তিনি। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।