বুদ্ধিজীবী ও বিজয় দিবসে যে কর্মসূচি দিল সিলেট বিএনপি

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচির ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বুধবার (১১ ডিসম্বের) সিলেট জেলা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, আগামী শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে আলোচনা অনুষ্ঠিত হবে।

পরবর্তী কর্মসূচি হিসেবে থাকবে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকালে জিন্দাবাজারের সবাই সমবেত হয়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে দুপুর ১২টায় রেজিস্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হবে।

সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্গত উপজেলা, পৌর, ওয়ার্ড ও থানায় বুদ্ধিজীবী ও মহান দিবস পালনের আহবান জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।