দেশব্যাপী বেপরোয়া লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, হুমায়ুন কবির শাহিন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, শামীম আহমদ, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, ফখরুল ইসলাম ফারুক, সিদ্দিকুর রহমান পাপলু, সৈয়দ তৌফিকুল হাদী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জালাল উদ্দিন চেয়ারম্যান, মো. মাহবুব আলম, আফজল হোসেন, শামীম মজুমদার, মো. কোহিনুর আহমদ, আজিজুর রহমান আজিজ, জসিম উদ্দন, আলী আকবর, এ কে এম তারেক কালাম, তাজরুল ইসলাম তাজুল, সুরমান আলী, আজিজুল হোসেন আজিজ, দেওয়ান জাকির হোসেন, নিজাম উদ্দিন তরফদার, আব্দুল আহাদ, দেলওয়ার হোসেন দিনার, ফজলে রাব্বী আহসান, রায়হান এইচ খান প্রমুখ।