সিলেটে বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে ও এফআইভিডিবি সিলেটের সহযোগিতা বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর জেল রোডস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার।

এফইআইভিডিবি’র সিইএমবি প্রকল্পের বিভাগের সমন্বয়কারী, জাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের কান্সিলর শাহানারা বেগম, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিইএমবি প্রকল্পের বিভাগীয় ব্যবাস্থাপক নজরুল ইসলাম মনজুর, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার।

সংলাপে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি মেম্বার, আইনজীবী, কাজী, ইমাম, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মকর্তা শিক্ষক, জেন্ডার প্রোমোটার, সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংলাপ অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধ ও প্রতিরোধ বিষয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

সংলাপে অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার বাল্য বিবাহ বন্ধ ও প্রতিরোধে বিভিন্ন প্রদক্ষেপের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কার্যক্রমকে বাস্তবায়ন করতে সর্বমহলকে স্ব স্ব অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করে কাজ করতে হবে। বাল্যবিবাহ শুধু একজন কিশোরী নারীর ক্ষতি নয়, সন্তান জন্ম দিতে গিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টির ফলে পুরো পরিবার ক্ষতির সম্মুখীন হয়। সেইসব ক্ষতি থেকে রক্ষা পেতে বাল্য বিবাহ নির্মূল করতে হবে।

বক্তারা বাল্যবিবাহের বিরুদ্ধে সিলেট নগরীর সহ গ্রাম-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্য, প্রজনন, পুষ্টি ও নারী শিক্ষার উন্নয়নে সবাইকে কাজ করার আহবান জানান।