সিলেটে বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি (বিএমএস)’র আয়োজনে দিনব্যাপী “প্রমাণ ভিত্তিক অনুশীলন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সিলেট নার্সিং কলেজের হলরুমে বিএমএস-র উদ্যোগে ও আইসিএম, ইউএনএফপিএ এর আর্থিক সহযোগীতায় উপজেলা ভিত্তিক মিডওয়াইফের দিনব্যাপী এ ট্রেনিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিএমএস সিলেট বিভাগের একাডেমিক লীডার শামসুন নাহার বেগম।
ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নাসিং কলেজের অধ্যক্ষ শাহিনা বেগম।
প্রোগ্রামে বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন বিএমএস প্রতিনিধি জ্যোৎস্না রানী ঘোষ, বিএমএস সিলেট এর প্রতিষ্ঠাতা সদস্য ইলা সিনহা, সাইদা ইয়াসমিন, রেনোয়ারা আক্তার। এতে মিডওয়াইফারী শিক্ষক, মিডওয়াইফ এবং মিডওয়াইফারী শিক্ষার্থীসহ ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মিডওয়াইফের পেশা একটি সামাজিক ও সম্মানজনক সেবামূলক পেশা। মা-কে সেবা করার মতো সম্মানজনক পেশা আর কিছু হতে পারে না। অপ্রয়োজনীয় সিজার প্রতিরোধে ও মায়েদের সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও মিডওয়াইফদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলা হাসপাতালে নিরাপদ নরমাল ডেলিভারির জন্য মিডওয়াইফরা কাজ করছেন। দেশের মিডওয়াইফরা স্বাভাবিক প্রসবের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে সুস্থ শিশু জন্ম নেয়। মা ও সন্তানের জীবন রক্ষায় মিডওয়াইফদের কাজের গুরুত্ব অনেক। তাই উপজেলা পর্য্যায়ে মা ও শিশুর মৃত্যুও হার কমাতে মিডওয়াইফদের আরো দক্ষতা অর্জন করতে হবে। মিডওয়াইফদের শর্তহীন মানবিক আচরনের মাধ্যমে জন্মের সময় মা ও শিশুকে সম্মান করতে হবে।