সিলেটে বর্ষবরণে জেলা প্রশাসনের নানা আয়োজন

আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে কেন্দ্রীয় শহিদমিনার হয়ে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চ পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০টায় কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (ইফতারের সময়) সিলেট কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার/ইফতারের আয়োজন, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান/কারাবন্দিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন।

এছাড়া বিভাগীয় গণ-গ্রন্থাগার প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাঅনুষ্ঠিত হবে এবং দিনব্যাপী জাদুঘর ও সকল পার্ক (ওসমানী জাদুঘর, হাসন রাজা জাদুঘর, শেখ হাসিনা শিশু পার্ক, ড্রিমল্যান্ড, ওসমানী শিশু উদ্যান ও এডভেঞ্চার ওয়ার্ল্ড) সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

উক্ত সকল আয়োজনে উপস্থিত থেকে বাংলা নববর্ষ উদযাপনে সকলকে আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসন, সিলেট।