সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (৬ মে) সন্ধ্যায় অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে প্রেরিত ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেটের কিছু এলাকায় দমকা ও ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এক বা একাধিক স্থানে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসময় দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিগত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৬ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
এছাড়া গতকাল (৫ মে) সকাল ৬টা থেকে আজ (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ০.২ মিলিমিটার বৃষ্টিপাত হলেও আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।