সিলেটে প্রথমবারের মতো ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

দেশে প্রথমবারের মতো সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট সুরমা কিনব্রিজ পর্যন্ত ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ও বেঙ্গলস ডলফিনস এর অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় এগারোজন প্রতিযোগী অংশ নেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১১ ঘন্টা সাতরিয়ে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন।

ছেলেদের মধ্যে প্রথম হোন বরগুনার সাইফুল ইসলাম রাসেল ও মেয়েদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার। ছেলেদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন মনিরুজ্জামান, ৪র্থ আলী রনক, ৫ম বদর উদ্দিন, ৪৫ কিলোমিটার ৬ষ্ট স্থান অধিকার করেন আল আমিন আকিক, ৫০ কিলোমিটারে ৭ম স্থান অধিকার করেন মো. জামিল হোসেন।

কিনব্রিজ প্রাঙ্গণে আলোচান সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা সচিবালয়ের নির্বাচন কমিশনের উপ-সচিব দেলোয়ার হোসেন।

জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ইউনিসেফ এর কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, ক্রীড়া সহকারি অফিসার নাহিদ আহমদ, আব্দুল আহাদ, মাহমুদ আহমদ, হাসান আহমদ প্রমুখ।

সিলেট ভয়েস/এএইচএম