সিলেটে পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্যসহ যুবক গ্রে-প্তা-র

সিলেট-তামাবিল সড়কের মুরাদপুর এলাকা থেকে প্রায় পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভারতীয় পণ্য চোরাচালান কাজে জড়িত একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বেলা ৩টা ৩০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের বিশাল এই চালান জব্দ করে।

জব্দকৃত ভারতীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে- শাড়ি, কামিজ, থ্রি-পিস, লেহেঙ্গা, স্পোর্টস সু, সানগ্লাস ও রুলিং পেপার ইত্যাদি, যার মূল্য হচ্ছে আনুমানিক এক কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।

এ অভিযানে আটক একজন হচ্ছে- যশোর জেলার বাঘারপাড়া থানার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ওশান কবির মিলন (২৫)।

এসময় চোরাচালান পণ্য পরিবহবের দায়ে একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- ন-১২-৩২৭৮) জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।