সিলেটে পৃথক অভিযানে ২০ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেট মহানগরীর চাদনীঘাট ও কলবাখনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ২০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি)।

পুলিশ জানায়, শনিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখনি আবাসিক এলাকার ‘ভুতের বাড়ী’ নামক দ্বীতল বিল্ডিং এর দুতলায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া জুয়াড়িরা হলো- আব্দুল হান্নান (৫২), আলাল মিয়া (২৮), সোহেল খান (২৯), শিপন মিয়া (৫৪), মো. শফিক (৩৮), আব্দুল আলী (৩৮), ফকরুল ইসলাম (৪০), সাবেল আমিন প্রকাশ আল আমিন (৩০), তাজুল আহমদ (৩৮), মো. দুলাল মিয়া (৪৬), ইকবাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৭), জিয়াউর রহমান (৩৪), ইউসুফ মিয়া (২৬) ও আবুল হোসেন (৫১)।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরপূর্বক পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাট এলাকার মারজান আবাসিক হোটেলের সামনে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলো, শাহ আলম (৪৭), রিপন আহমদ (৩২), নুরুল ইসলাম (৪০), মাসুম আহমদ (৩৪) ও মো. আলম মিয়া (২৬)।

আরও পড়ুন > সিসিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারিত না হওয়ার আহ্বান

তাদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।