বিচারকার্য গতিশীল করার লক্ষ্যে সিলেটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সিলেটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে এ সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ।
সম্মেলনে সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বলেন, বিচার প্রার্থী জনগণকে আইনের সেবা দিতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সহজেই সমাধান সম্ভব। পুলিশ বিভাগ প্রতিনিয়ত বিচার প্রার্থী সাধারণ জনগণের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি বিচারকার্যে জড়িত অন্যান্য সকল এজেন্সি ও বিভাগসমূহ সহযোগিতা করে আসছেন।
বিচারকার্য আরো গতিশীল করার জন্য সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলন বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সকল প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) এএসএম কাসেম, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) সুজ্ঞান চাকমা, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো: শহিদ উল্লাহ, পুলিশ সুপার (পিবিআই) মুহা: খালেদ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: সেলিম, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াহাব, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মামুনুর রশিদ, ফরেস্ট রেঞ্জার মো: শহীদুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. স্নিগ্ধা তালুকদার, সিনিয়র জেল সুপার মোঃ সাখাওয়াত হোসেনসহ সিলেট জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জগণ৷