গোপন সংবাদের ভিত্তিতে ২৩০ বস্তা ভারতীয় চিনি পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চিনি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জাঙ্গাইল এলাকায় চেকপোষ্ট স্থাপন করা হয়। এসময় ঘটনাস্থলের দিকে দ্রুত গতিতে একটি ট্রাক আসতে দেখে তাকে থামানোর জন্য সিগনাল দিলে গাড়িটি সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গাড়িটি থামিয়ে গাড়ির চালক মোঃ শরিফুল ইসলাম (৩০)-কে আটক করে।
এরপর ট্রাকটি তল্লাশী করে সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) বস্তা ভারতীয় তৈরী চিনি উদ্ধার করা হয়।
পরবর্তীতে জালালাবাদ থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে মোঃ শরিফুল ইসলাম (৩০), জায়েদ (৩০) ও জনি (২৮)’র বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পলাতক আসামিদের খোঁজে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।