সিলেটে পাশের হার ৮১.৪০%, জিপিএ-৫ পেল ৪৮৭১ জন

ফাইল ছবি

সারা দেশে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮১.৪০%। জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বুধবার দুপুরে এ ফলাফল ঘোষণা করেন।

এবার সিলেট শিক্ষা বোর্ড থেকে ৬৭৫৮৬ জনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬৬৪৯১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৪১২২ জন শিক্ষার্থী। পাশের হার ৭৯.৮০ শতাংশ।

এই শিক্ষা বোর্ড থেকে ২৯১৭৩ জন ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৮৬৬৯ জন এবং পাশ করেছে ২২৮৭৮ জন। আর ৩৮৩৯৫ জন ছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৭৮২২ জন এবং পাশ করেছে ৩১২৪৪ জন। পাশের হার ৮২.৬১ শতাংশ।