সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও এগিয়ে মেয়েরা।
সিলেট শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণ হয়েছে মোট ৫৯ হাজার ৫৩৬ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ।
ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অংশ নেওয়া মোট ৮৩ হাজার ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৩৭২ ও ছাত্রী ৪৮ হাজার ৭৫১। তবে পাসের হারে ছাত্রীরাই এগিয়ে। মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
রবিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার এ ফলাফল প্রকাশ করেন।
এদিকে এবার সিলেট শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ৪০ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ।