সিলেটে পালিত হলো ‘শহীদি মার্চ’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ। গত মাসের এইদিনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালন করেছে সিলেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নগরীর চৌহাট্টা এলাকা থেকে শহীদি মার্চের যাত্রা শুরু করেন ছাত্র-জনতা। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন৷

সরজমিনে গিয়ে দেখা যায়, ছাত্র-জনতা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে মার্চটি শেষ করেন। এসময় ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’এমন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত ছাত্র-জনতা।

শহীদি মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী জানান, ‘বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে। আজ থেকে ঠিক এক মাস আগে এই দেশে থেকে ‘স্বৈরাচার’ শেখ হাসিনার পতনে স্বাধীনতা পেয়েছিলাম আমরা৷ এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের স্বাধীন দেশ উপহার দেওয়া জন্য। এই দেশে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। এজন্য সবাইকে সর্তক থাকতে হবে।’